প্রচ্ছদ ›› রাজনীতি

খুলনা রেল স্টেশনে পুলিশ-বিএনপির সংঘর্ষ, ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর ২০২২ ১৫:১৫:৪৩ | আপডেট: ২ years আগে
খুলনা রেল স্টেশনে পুলিশ-বিএনপির সংঘর্ষ, ভাঙচুর
খুলনা রেলওয়ে স্টেশনে পুলিশের অবস্থান | সংগৃহীত ছবি

খুলনা রেল স্টেশনে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও স্টেশনের দরজার গ্লাস ভাঙচুর করে।

শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে খুলনা রেলওয়ে স্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, রেলস্টেশনে আসা ব্যক্তিরা তাদের সঙ্গে কথা কাটাকাটির জেরে সংঘর্ষে জড়ায়। একপর্যায়ে তারা স্টেশনের গ্লাস ভাঙচুর করে। এ সময় পুলিশকে খবর দিলে তারা আরও উত্তেজিত হয়ে ওঠে।

দুপুরে খুলনা রেলস্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশনে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে। তাদের বিপরীত দিকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিএনপি নেতাকর্মীরা।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার সোনালী সেন বলেন, ‘সমাবেশে অংশ নিতে আসা কাউকে বাধা দেওয়া হয়নি। ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে।’

আরও পড়ুন-

খুলনায় বিএনপির সমাবেশ শুরু

লাঠিসোঁটা হাতে খুলনার প্রবেশপথে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান

খুলনায় সমাবেশ স্থলের দিকে আসতে শুরু করেছে খণ্ড খণ্ড মিছিল

‘সম্মেলন ঘিরে বিএনপির কাউকে গ্রেপ্তার করা হয়নি’