প্রচ্ছদ ›› রাজনীতি

গণতন্ত্রে সহিংসতার স্থান নেই, সংলাপ জরুরি: পিটার হাস

টিবিপি ডেস্ক
৩১ অক্টোবর ২০২৩ ১২:৪৮:৫৭ | আপডেট: ১ year আগে
গণতন্ত্রে সহিংসতার স্থান নেই, সংলাপ জরুরি: পিটার হাস

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন, ‘গণতন্ত্রে সহিংসতার স্থান নেই, সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত।’

মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসির নিজ কক্ষে এ বৈঠক শুরু হয়।

এ সময় নির্বাচন কমিশনের হাতে আর কোনো অপশন নেই, তাই যথাসময়ে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বৈঠকে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান ও নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বৈঠকে তাদের আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এর আগে চলতি বছরের ৮ জুন ও ১ আগস্ট প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।