প্রচ্ছদ ›› রাজনীতি

গাইবান্ধা-৫ উপনির্বাচন: ৯০ দিন সময় বাড়ালো ইসি

নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর ২০২২ ২১:৪১:২৪ | আপডেট: ২ years আগে
গাইবান্ধা-৫ উপনির্বাচন: ৯০ দিন সময় বাড়ালো ইসি

গাইবান্ধা-৫ সংসদীয় আসনে নতুন করে নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা ২০ জানুয়ারি ২০২৩ পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন(ইসি)।

এর আগে  আসনটিতে ১২ অক্টোবর ভোটগ্রহনের সময় অনিয়মের ঘটনায় নির্বাচন বাতিল করে ইসি। ঘটনার বিষয়ে তদন্ত চলমান অবস্থায় নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে কোনও সুনির্দিষ্ট সিদ্ধান্ত না থাকলেও নির্বাচন কমিশন বলেছে যে  একটি আসন খালি হওয়ার পর নির্বাচন অনুষ্ঠানের নিয়ম অনুসরণ করে সময়সীমা ৯০ দিন বাড়ানো হয়েছে।

বাংলাদেশের সংবিধানের ১২৩(৪) ধারা অনুযায়ী, সংসদীয় আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে পূরণ করতে হবে।

গাইবান্ধা-৫ এর ঘটনা ‘অনাকাঙ্খিত, অকল্পনীয় এবং নিয়ন্ত্রণের বাইরে’  উল্লেখ করে ইসি বলেছে আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন সময়সীমা দেয়া হয়েছে।

২০২২ সালের ২২ জুলাই গাইবান্ধা-৫-এর সংসদ সদস্য ও সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুর পর ২০২২ সালের ২০ অক্টোবরের মধ্যে সংসদীয় আসনের জন্য নির্বাচন করা সাংবিধানিক বাধ্যবাধকতা হয়ে দাঁড়ায়।