প্রচ্ছদ ›› রাজনীতি

গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরকে ক্ষমা করল আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক
২১ অক্টোবর ২০২৩ ১৮:২২:৫৪ | আপডেট: ১ year আগে
গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরকে ক্ষমা করল আওয়ামী লীগ

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বর্তমান মেয়র জায়েদা খাতুনের ছেলে জাহাঙ্গীর আলমকে ক্ষমা করল আওয়ামী লীগ। শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য গাজীপুর মহানগর আওয়ামী লীগের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।

শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত চিঠিতে তাকে ক্ষমা করা হয়।

চিঠিতে বলা হয়েছে, ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে গাজীপুর মহানগর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে ক্ষমা করা হয়।

জাহাঙ্গীরের উদ্দেশে চিঠিতে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ আওয়ামী লীগের স্বার্থ, আদর্শ, শৃঙ্খলা তথা গঠনতন্ত্র ও ঘোষণাপত্র পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততার জন্য ইতোপূর্বে আপনাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে ক্ষমাপ্রার্থীদের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্ৰীয় কার্যনির্বাহী সংসদ সাধারণ ক্ষমা ঘোষণা করে। সেই সূত্রে আপনার প্রতিও ক্ষমা প্রদর্শন করা হলো।’

ভবিষ্যতে কোনো প্রকার সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে, তা ক্ষমার অযোগ্য বলে বিবেচিত হবে বলেও জাহাঙ্গীরকে সতর্ক করেন ওবায়দুল কাদের।