প্রচ্ছদ ›› রাজনীতি

গাজীপুর সিটিতে নিয়াজউদ্দিনকে মনোনয়ন দিল জাপা

নিজস্ব প্রতিবেদক
১৭ এপ্রিল ২০২৩ ১৪:২৩:৪১ | আপডেট: ২ years আগে
গাজীপুর সিটিতে নিয়াজউদ্দিনকে মনোনয়ন দিল জাপা
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের হাত থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন এম এম নিয়াজউদ্দিন। ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক সচিব এম এম নিয়াজউদ্দিন। সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব-২ খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানান।

এর আগে গাজীপুর সিটির নির্বাচনে আওয়ামী লীগের টিকিট পেয়েছেন আজমত উল্লাহ খান। গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের মনোনয়ন বোর্ডের সভায় তাকে চূড়ান্ত করা হয়।

চলতি মাসের শুরুর দিকে খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট এবং গাজীপুরসহ পাঁচ সিটিতে ভোটের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের সিদ্ধান্ত হলেও সিটি করপোরেশনের ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে।

ঘোষিত তফসিল থেকে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ২৫ মে। খুলনা ও বরিশাল সিটিতে ১২ জুন এবং রাজশাহী ও সিলেটে ভোট হবে ২১ জুন।