প্রচ্ছদ ›› রাজনীতি

গাজীপুর সিটি’র প্রথম মেয়র মান্নান লাইফ সাপোর্টে

নিজস্ব প্রতিবেদক
২৮ এপ্রিল ২০২২ ১১:০১:৪৪ | আপডেট: ৩ years আগে
গাজীপুর সিটি’র প্রথম মেয়র মান্নান লাইফ সাপোর্টে

বিএনপির ভাইস-চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র অধ্যাপক এম এ মান্নান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বুধবার রাতে হাসপাতালে ভর্তির পর তাকে লাইফ সাপোর্ট নেয়া হয়।

বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

গাজীপুর সিটি করপোরেশন মেয়র থাকাকালে ২০১৫ সালে নিজ বাসা থেকে গ্রেফতার হন এম এ মান্নান। ২০১৭ সালে আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।

পরিবার ও দলের পক্ষ থেকে ৭২ বছর বয়সী এম এ মান্নানের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এর আগে গত জানুয়ারির মাঝামাঝি তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা তার মস্তিষ্কে অস্ত্রোপচার করার প্রয়োজনীতা তুলে ধরেন চিকিৎসকরা।

অধ্যাপক মান্নানের মস্তিষ্কে পানি জমেছে বলে জানিয়েছিলেন তার ছেলে মনজুরুল করিম রনি। তার শরীরে ডায়বেটিসসহ আরও কিছু জটিলতা রয়েছে।

১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তৎকালীন মন্ত্রিসভায় ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পান এম এ মান্নান। পরবর্তীকালে নবগঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

এরপর ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হলে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে গাজীপুরের প্রথম সিটি মেয়র নির্বাচিত হন অধ্যাপক আব্দুল মান্নান।