প্রচ্ছদ ›› রাজনীতি

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
১০ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৪৮:৩৩ | আপডেট: ২ years আগে
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সস্ত্রীক চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সস্ত্রীক সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

মির্জা ফখরুল বলন, ‌‌‌‌‌‌‘আমরা ‌দুজনই অসুস্থ। বেশ কিছুদিন ধরে চেষ্টা করছিলাম যাওয়ার। কিন্তু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলাম না। এখন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, যাচ্ছি।’

কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। এ ছাড়া তার গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা সৃষ্টি হয়েছিল। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার চিকিৎসা হয়। চিকিৎসার ফলোআপের জন্য সিঙ্গাপুরের ওই হাসপাতালে যেতে হয়। তার স্ত্রী রাহাত আরা বেগমের সম্প্রতি একটি অস্ত্রোপচার হয়।

তিনি সিঙ্গাপুরের র‌্যাফেলস হাসপাতালে চিকিৎসা নেবেন। চিকিৎসা শেষে সপ্তাহখানেক পর তারা দেশে ফিরতে পারেন বলে জানা গেছে। এ সময় দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন তিনি।