প্রচ্ছদ ›› রাজনীতি

ছাত্রলীগ নেতাকে গুলি: ৬ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক
১৮ আগস্ট ২০২২ ২০:২৭:৪৫ | আপডেট: ৩ years আগে
ছাত্রলীগ নেতাকে গুলি: ৬ জনের নামে মামলা

রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ছাত্রলীগ নেতাকে লক্ষ্য করে গুলি ও পিটিয়ে জখম করার অভিযোগে ৬ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জানা যায়, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাহিদুল ইসলাম ওরফে রাজু ও প্লাবন বেড়াডাঙ্গা জামে মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে এক নম্বর বেড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফরহাদ হোসেন ওরফে বাপ্পী ও ও সজীবদের সঙ্গে তাদের কথাবার্তার একপর্যায়ে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রাজু ও প্লাবনকে উদ্দেশ্য করে তিন রাউন্ড গুলি ছোঁড়া হয়। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। পরে মারধর করা হয় বলে মামলায় অভিযোগ করে বৃহস্পতিবার রাজবাড়ী সদর থানায় রাজুর বড় ভাই এসএম রানা বাদী হয়ে সজিব সিকদার, ফরহাদ হোসেন বাপ্পি, কালা পারভেজ, মিজান, জকি ও কালা ফরিদকে আসামি করে মামলা করা হয়।