প্রচ্ছদ ›› রাজনীতি

ছুটি কাটিয়ে পিটার হাস এখন ঢাকায়

টিবিপি ডেস্ক
২৭ নভেম্বর ২০২৩ ১৫:১৭:৩২ | আপডেট: ১ year আগে
 ছুটি কাটিয়ে পিটার হাস এখন ঢাকায়

কয়েক দিনের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সোমবার বেলা সাড়ে ১১টায় শ্রীলংকার কলম্বো থেকে সস্ত্রীক ঢাকায় অবতরণ করেন তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে, সোমবার বেলা সাড়ে ১১টায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস শ্রীলংকান এয়ারলাইন্স (ফ্লাইট নং-ইউএল-১৮৯) এর একটি বিমানযোগে ঢাকা বিমানবন্দরে অবতরণ করেন। শ্রীলংকান এয়ারলাইন্সের ফ্লাইটটি সোমবার কলম্বো থেকে ৭টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা করে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করার বিষয়ে মার্কিন তাগিদ ও ভিসা নিষেধাজ্ঞা জারি রয়েছে। এমন পরিস্থিতিতে গত ১৬ নভেম্বর ঢাকা ছাড়েন পিটার হাস। তার ঢাকা ছাড়া নিয়ে নানামুখী কথা শুরু হয়।

তবে শুরু থেকেই বাংলাদেশ সরকার বলে আসছিল, পিটার হাস কূটনৈতিক নিয়ম মেনে নোট অব ভারবালের মাধ্যমে ছুটির বিষয়টি আগেই জানিয়েছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশে যেসব বিদেশি রাষ্ট্রদূত আছেন তারা যখন স্টেশন ত্যাগ করেন, তা কূটনৈতিক পত্রের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়। বিশ্বের অন্য দেশেও একই নিয়ম রয়েছে।