বাংলাদেশের জনগণের অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু আওয়ামী লীগ সরকার বানাতে পেরেছে সেটা বিএনপির সহ্য হচ্ছে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক আইনমন্ত্রী আনিসুল হক।
শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেছেন।
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের কিছু ভালো হোক সেটা ওনারা (বিএনপি) চান না। এজন্য তারা অপপ্রচারে লিপ্ত রয়েছে। বাংলাদেশের মানুষকে এসব অপ্রচারে কান না দেয়ার আহ্বান জানান তিনি।