প্রচ্ছদ ›› রাজনীতি

তৈমুরকে চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
০৩ জানুয়ারি ২০২২ ১৭:০৯:০১ | আপডেট: ৩ years আগে
তৈমুরকে চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে (নাসিক) মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে তৈমূর আলম খন্দকারকে অব্যাহতি দেয়া হয়েছে।

সোমবার বিকেল সোয়া ৪টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। রিজভী বলেন, ‘তাকে (তৈমুর) পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

তৈমুর আলম খন্দকার দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নাসিক নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে গত সপ্তাহে তৈমুর আলম খন্দকারকে নারায়ণঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের পদ থেকে সরিয়ে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে আরেকজনকে মনোনীত করে বিএনপি।