গাইবান্ধার সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য মো. আব্দুর রউফ মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার রাত ১১টার দিকে বাড়ি ফেরার সময় লক্ষ্মীপুর ইউনিয়নের বামুনিরপাড়া এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।
আবদুর রউফের বাড়ি ওই ইউনিয়নের মাগুড়াকুটি গ্রামে। তিনি লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের সহকারী শিক্ষক ছিলেন।
পরিবারের সদস্যরা জানিয়েছে, এক প্রতিবেশী যুবক তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড সে বিষয়ে তারা কিছু জানাতে পারেননি।
গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুর রউফ জানান, ইউপি সদস্য হত্যার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আজ সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি।
এদিকে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আজ বেলা ১১টা থেকে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়ক অবরোধ করে রাখা হয়েছে। লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।