পদ্মা সেতু হয়ে যাওয়ায় সারা দেশের মানুষ খুশি হলেও বিএনপি ও তার দোসরদের বুকে বড় জ্বালা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন হলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন- ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সেতুমন্ত্রী বলেন, ‘নিজেদের টাকায় পদ্মা সেতু করার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু হওয়াতে সারাদেশের মানুষ খুশি হলেও বিএনপি নাখোশ। ইতিমধ্যে সেতু উদ্বোধনের তারিখ ঘোষণাও করা হয়েছে।’
আরও পড়ুন- পদ্মা সেতুর টোল: মোটরসাইকেলে ১০০, গাড়িতে ৭৫০ টাকা
তিনি বলেন, ‘বিএনপি নেত্রী বলেছিলেন, পদ্মা সেতু হবে না। তিনি এখনও বেঁচে আছে। আল্লাহ তার হায়াত দান করুক। তিনি নিশ্চয়ই শুনেছেন পদ্মা সেতু হয়ে গেছে। কাজ শেষ। শুধু উদ্বোধনের অপেক্ষা। তাই বিএনপি ও তার দোসরদের বুকে বড় জ্বালা। কারণ তাদের কোনও উন্নয়ন নেই।’