প্রচ্ছদ ›› রাজনীতি

পল্টন থেকে রিজভী আটক

নিজস্ব প্রতিবেদক
০৭ ডিসেম্বর ২০২২ ১৭:৩৯:২৭ | আপডেট: ২ years আগে
পল্টন থেকে রিজভী আটক
রুহুল কবির রিজভী

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকালে তাকে আটক করা হয়।

এর আগে বিকেল ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত থেমে থেমে চলে সংঘর্ষ।

নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ ও আহত হয়েছেন।

এরপর দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সদস্য আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলকে আটক করে ডিবি।