রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে বিএনপি থাকবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বুধবার বেলা সোয়া ১২টায় বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেট এলাকা পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকারে এ কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, ‘ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। সরকার ক্ষতিগ্রস্তদের ১৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে। এটা একেবারেই অপ্রতুল। কারণ এই ১৫ হাজার টাকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কাকে দেবে? একটা দোকানে কর্মচারী আছে, মালিক আছে, মালিকের পরিবার আছে।’
মির্জা আব্বাস আরও বলেন, ‘আমি মনে করি, এই ক্ষতিপূরণ বেশি হওয়া উচিত, ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা উচিত। অর্থাৎ এখানে যতজন ও কর্মচারী ছিল সেই অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া উচিত।’
অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক এ মেয়র বলেন, ‘আমরা দুর্ঘটনাস্থল দেখলাম। সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীরা কী করে এই ক্ষতি কাটিয়ে উঠবেন? ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের প্রতি আমরা সহানুভূতি ও সমবেদনা জানাচ্ছি। বিএনপি যতটুকু সম্ভব তাদের সহায়তা করবে, পাশে থাকবে।’
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, সদস্যসচিব রফিকুল আলম মজনু, আহ্বায়ক কমিটির সদস্য ইশরাক হোসেনসহ মহানগর নেতারা ছিলেন।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ভোরে বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট ও সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর প্রচেষ্টায় সোয়া ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ৫ হাজারের মতো দোকান পুড়ে গেছে।