প্রচ্ছদ ›› রাজনীতি

বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
১৭ জানুয়ারি ২০২৩ ১১:৪১:৪৯ | আপডেট: ২ years আগে
বাসায় ফিরেছেন মির্জা ফখরুল
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শারীরিকভাবে সুস্থ আছেন। স্বাস্থ্য পরীক্ষা শেষে সোমবার রাতে চিকিৎসকের পরামর্শে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরে গেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপি মহাসচিব এখন একটি কাজে বাইরে আছেন। এর আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য গত রোববার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন সদ্য কারামুক্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে একই দিনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তিনি এখনও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সোমবার হাসপাতাল থেকে তিনি আদালতে হাজিরা দিয়েছেন বলে জানা গেছে।