প্রচ্ছদ ›› রাজনীতি

বিএনপির ডিসেম্বরের স্বপ্ন, রঙিন স্বপ্নই থেকে যাবে: কাদের

নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর ২০২২ ১৪:৩৪:২৭ | আপডেট: ২ years আগে
বিএনপির ডিসেম্বরের স্বপ্ন, রঙিন স্বপ্নই থেকে যাবে: কাদের
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের | পুরনো ছবি

ডিসেম্বর মাস আওয়ামী লীগের মাস, বিজয়ের মাস এবং যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তাদেরও মাস। বিএনপি এই চেতনার সঙ্গে যায় না এবং ডিসেম্বরে তাদের রাজপথের নিয়ন্ত্রণ নেয়ার স্বপ্নটি একটি রঙিন স্বপ্নই থেকে যাবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি আয়োজিত ‘দ্য মাইন্ড বিহাইন্ড দ্য মিরাকল: শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন’ অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, ক্ষমতাসীন দলের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত মুহাম্মদ জমির, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ।