প্রচ্ছদ ›› রাজনীতি

বিএনপির পদযাত্রা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১১:২৮:১১ | আপডেট: ২ years আগে
বিএনপির পদযাত্রা স্থগিত

ঢাকায় বিএনপির পদযাত্রা কর্মসূচি ছিল আজ। তবে এ কর্মসূচি ‘আপাতত’ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বুধবার দিবাগত রাতে গণমাধ্যমকে দলের এই সিদ্ধান্তের কথা জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হওয়ায় গভীর শোক, সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করে আজকের কর্মসূচি স্থগিত করা হয়েছে।

পদযাত্রার পরিবর্তিত তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও জানান সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

উল্লেখ্য, ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে আজ এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। গতকাল তিনি বলেন, ‘সাম্প্রতিক ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ১ দিনের শোক পালন করা হবে।’