প্রচ্ছদ ›› রাজনীতি

বিএনপির ভাইস চেয়ারম্যান বুলু ও তার স্ত্রীর ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর ২০২২ ২০:৫৯:৫০ | আপডেট: ২ years আগে
বিএনপির ভাইস চেয়ারম্যান বুলু ও তার স্ত্রীর ওপর হামলা

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এবং তার স্ত্রীর ওপর হামলা হয়েছে।

শনিবার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বাজারে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, ‘মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু সস্ত্রীক আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার শিকার হয়েছেন। বুলু ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক।’

নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘বরকত উল্লাহ বুলু ও তার স্ত্রীর ওপর হামলা চালিয়েছে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ। তাদের অবস্থা আশঙ্কাজনক। বিএনপির কয়েকজন নেতাকর্মীও আহত হয়েছেন।’

এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।