বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমসহ ৭ জনকে বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার সকাল ও শুক্রবার রাতে তাদের তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার। এদের মধ্যে পাঁচজনকে কিশোরগঞ্জ ও দুইজনকে ঢাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয়।
কিশোরগঞ্জ থেকে তুলে নিয়ে যাওয়া অন্যরা হলেন- বিএনপি নেতা নুরুজ্জামান, সাইফুল, যে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে সেই বাড়ির মালিক মাযহারুল এবং শরীফুল আলমের গাড়িচালক রতন।
এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তেজগাঁওয়ের সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ারকে শুক্রবার রাতে ঢাকা থেকে আটক করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়।
এছাড়া জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক.নাজমূল আহসানকে (সোহেল) শুক্রবার গভীর রাতে ডিভি পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি।