প্রচ্ছদ ›› রাজনীতি

বিএনপি আমলে নিউমার্কেট প্রতিদিন রণক্ষেত্র ছিল: কাদের

নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল ২০২২ ১৬:০০:০৯ | আপডেট: ৩ years আগে
বিএনপি আমলে নিউমার্কেট প্রতিদিন রণক্ষেত্র ছিল: কাদের

বিএনপি আমলে নিউমার্কেট, এলিফ্যান্ট রোড প্রতিদিন রণক্ষেত্র ছিল, কিন্তু সরকার দ্রুত ব্যবস্থা নেয়ায় নিউমার্কেটের ঘটনা বিএনপি সময়ের মতো পার্মানেন্ট রণক্ষেত্র হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, ‘নিউমার্কেটের যে ঘটনা ঘটেছে, তাতেই বিএনপি তোলপাড় করে ফেলেছে। অথচ বিএনপি আমলে নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ছিল প্রতিদিন রণক্ষেত্র। নিউমার্কেটের ঘটনায় সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। বিএনপি সময়ের মতো পার্মানেন্ট রণক্ষেত্র হয়নি।’

বৃহস্পতিবার কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘দেশ যখন আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে তখন একটি কুচক্রী মহল দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। একই সঙ্গে বঙ্গবন্ধু পরিবারের সম্মান নষ্ট করার জন্য উঠেপড়ে লেগেছে তারা।’

সেতুমন্ত্রী বলেন, ‘একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বঙ্গবন্ধু পরিবারের চরিত্র হননে নেমেছে। অথচ এ পরিবারের সবাই আজ সততায় অনন্য সাধারণ। কথায় কথায় গণতন্ত্র নিয়ে কথা বলেন- বিএনপির আমলে বহুদলীয় গণতন্ত্রের নামে যারা বহুদলীয় তামাশা করেছে, যারা ভোটে বিজয়ী হওয়ার জন্য সোয়া কোটি ভুয়া ভোটার বানিয়েছিলেন। তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।’