প্রচ্ছদ ›› রাজনীতি

বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশ ধ্বংস করবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
২৩ জুন ২০২৩ ১৪:২৯:১৬ | আপডেট: ২ years আগে
বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশ ধ্বংস করবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামী আবার ক্ষমতায় এলে দেশকে ধ্বংস করে দেবে।

তিনি বলেন, ‘বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই তা সম্ভব।। কিন্তু যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে এবং বিএনপি-জামায়াতের মতো সন্ত্রাসী দল যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না তারা এ দেশকে ধ্বংস করে দেবে।’

আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর তিনি এ কথা বলেন।

তার সরকারের অধীনে বিভিন্ন খাতে দেশের উন্নয়ন সাফল্য তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এ দেশ আরও উন্নত ও সমৃদ্ধ হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ২০৪১ সালের মধ্যে একটি স্মার্ট বাংলাদেশ, একটি স্মার্ট জনসংখ্যা, একটি স্মার্ট অর্থনীতি গড়ে তুলব এবং দেশ এগিয়ে যাবে।’

প্রধানমন্ত্রী বলেন, তার আওয়ামী লীগ সরকার জনগণের খাদ্য নিশ্চিত করেছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে, প্রতিটি বাড়িকে শিক্ষার আলোয় আলোকিত করেছে, তৃণমূল পর্যায় পর্যন্ত তাদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে, অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছে এবং আর্থ-সামাজিক অগ্রগতি নিশ্চিত করেছে।

তিনি বলেন, আজ ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠেছে এবং তৃণমূল পর্যায় পর্যন্ত ওয়াইফাই সংযোগ স্থাপন করা হয়েছে এবং জনগণের হাতে এখন প্রযুক্তি ও মোবাইল ফোন রয়েছে।