প্রচ্ছদ ›› রাজনীতি

বিএনপি’র জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ সিসিইউতে

নিজস্ব প্রতিবেদক
১৭ জুন ২০২৩ ১১:২৩:০৩ | আপডেট: ২ years আগে
বিএনপি’র জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ সিসিইউতে
ড. খন্দকার মোশাররফ হোসেন। পুরনো ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন তার প্রেস সচিব শাহ আক্তারুজ্জামান।

তিনি জানান, বুকে ব্যথা অনুভব করায় রাত একটার দিকে ড. খন্দকার মোশাররফ হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর রাত তিনটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সিসিইউতে আছেন।

তবে ড. খন্দকার মোশাররফের শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা, যোগ করেন প্রেস সচিব শাহ আক্তারুজ্জামান।