বিএনপি সব সময় বিদেশিদের কাছে ছুটে যায়, আর তাদের ওপর ভর করেই ক্ষমতায় আসতে চায়- এমন অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে ‘এক নজরে ব-দ্বীপ পরিকল্পনা ২১০০’ মোড়ক উন্মোচন ও মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন- ইইউ’র সঙ্গে বিএনপির বৈঠক, নির্বাচন নিয়ে আলোচনা
এ সময় মন্ত্রী বলেন, এদেশের মালিক জনগণ, তারাই তাদের প্রতিনিধি নির্বাচন করে। কোনো বিদেশি সংস্থার প্রতিনিধি কিংবা রাষ্ট্রদূতের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো উচিত নয়।
মন্ত্রী আরও বলেন, এবার সাধারণ মানুষ ভালোভাবে ঈদ করেছে। বৈশ্বিক মন্দা পরিস্থিতির মধ্যেও মানুষের সামর্থ্য বেড়েছে। গত বছরের চেয়ে এবার ৮ লাখ পশু বেশি কোরবানি হয়েছে বলেও জানান তিনি।