প্রচ্ছদ ›› রাজনীতি

বিদেশি পর্যবেক্ষকরা জানতে চেয়েছেন আমাদের প্রস্তুতি কী ধরনের: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই ২০২৩ ১৬:৩১:৫৬ | আপডেট: ১ year আগে
বিদেশি পর্যবেক্ষকরা জানতে চেয়েছেন আমাদের প্রস্তুতি কী ধরনের: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার মোর্চা ইলেকশন মনিটরিং ফোরামের (ইএমএফ) আমন্ত্রণে দেশে এসেছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। রোববার সচিবালয়ে তাদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিদেশি পর্যবেক্ষকরা জানতে চেয়েছেন, আমাদের প্রস্তুতিটা কী ধরনের রয়েছে। আমাদের পুলিশ, অন্য বাহিনী এবং অন্য সব সংস্থা এই নির্বাচন করার জন্য প্রস্তুত আছে কি না। এখানে হয়তো সহিংসতা আসবে। এই যে অন্যান্য দল নির্বাচন বয়কট করছে, ক্রমাগত তারা নানান ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হচ্ছে... এমতবস্থায় আমরা নির্বাচনটা করতে পারব কি না—এ সম্পর্কে তারা জানতে চেয়েছেন। আমরা এ বিষয়ে তাদের বিস্তারিত তথ্য জানিয়েছি।’

দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে পর্যবেক্ষকদের জানানো হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের সবধরনের প্রস্তুতি রয়েছে, কমিশন তফসিল ঘোষণা করলেই কাজ শুরু হবে, আইনশৃঙ্খলা বাহিনী কমিশনের অধীনে গিয়ে তাদের দায়িত্ব পালন করবে। এসব বিষয় জানানো হয়েছে।’

নির্বাচনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ভূমিকা থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা তাদের জানিয়েছি, এ সময় মুখ্য ভূমিকায় চলে যাবে নির্বাচন কমিশন। আমাদের যত নিরাপত্তা বাহিনী; সবগুলো নির্বাচনের সময় কমিশনের তত্ত্বাবধানেই থাকবে, অ্যাডমিনিস্ট্রেশনও থাকবে না। আমরা এতটুকু বলেছি, সেসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাউকে বদলিও করতে পারবে না, আবার কাউকে পদায়নও করতে পারবে না। সবকিছুই নির্বাচন কমিশনই নিয়ন্ত্রণ করবে।’

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে পর্যবেক্ষকদের সঙ্গে আলোচনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা তো কনস্টিটিউশনে (সংবিধান) নেই, কাজেই এটা (আলোচনায়) আসার কোনো প্রশ্নই আসে না।’