বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, নির্বাচনকে সামনে রেখে বিরোধী দল দমনে সরকার মাঠে নেমেছে।
শুক্রবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলন তিনি এ অভিযোগ করেন।
ফখরুল বলেন, বিগত দুটি জাতীয় নির্বাচনের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একক ভাবে করতে চায় আওয়ামী লীগ। সেই নকশা বাস্তবায়নেই দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করে, ভয়ভীতি দেখিয়ে বিএনপিকে নির্মূলের কৌশল নিয়েছে সরকার।
তিনি বলেন, বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তার করার পর উদ্দেশ্যমূলক ভাবে ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীদের মামলায় জড়ানো হচ্ছে।