প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের উন্নতির জন্য একটি কল্যাণমুখী স্থানীয় সরকার প্রতিষ্ঠাই তার সরকারের একমাত্র লক্ষ্য।
সোমবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি)দেশের ৫৯টি জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা একটি জনকল্যাণমুখী স্থানীয় সরকার প্রতিষ্ঠা করতে চাই। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য।’
এসময় নবনির্বাচিত ৫৯ জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান শেখ হাসিনা।অপরদিকে এলজিআরডি মন্ত্রী মো, তাজুল ইসলাম জেলা পরিষদের নবনির্বাচিত ৬২৩ সদস্যকে শপথবাক্য পাঠ করান।
প্রধানমন্ত্রী জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নিজ নিজ এলাকার সমস্যা চিহ্নিত করে সমাধানের নির্দেশ দেন।
তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য উন্নয়নের উপায় ও প্রক্রিয়া নিয়ে আপনাকে ভাবতে হবে।
তিনি বলেন, নির্বাচিত প্রতিনিধিরা বিভিন্ন রাজনৈতিক দলের হলেও তাদের সবাইকে তাদের নির্বাচনী এলাকার জনগণের জন্য কাজ করতে হবে। নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি নির্বাচিত প্রতিনিধি এবং আপনি ভোগবিলাসের জন্য নন। আপনি এখানে মানুষের সেবা করতে এসেছেন।’
তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা নিবেদিতপ্রাণ সেবা দিয়েই জনগণের মন জয় করতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সতর্ক করে বলেন, জনপ্রতিনিধিরা যদি জনগণের সেবা করার নামে তাদের সম্পদ লুণ্ঠন করে, ‘এতেই তাদের রাজনৈতিক ক্যারিয়ারের সমাপ্তি হবে।’
প্রধানমন্ত্রী বলেন, তিনি দেখতে চান যে ভোটাররা তাদের প্রতি যে আস্থা রেখেছেন, নির্বাচিত প্রতিনিধিরা নিঃস্বার্থ সেবার মাধ্যমে তা তাদের ফিরিয়ে দিচ্ছেন।
মশাবাহিত রোগ এখন দেশে বাড়ছে। ডেঙ্গুর বিস্তার রোধে তাদের এলাকা পরিষ্কার রাখতে বিশেষ যত্ন নিতেও বলেন তিনি।