আগামীকাল বৃহস্পতিবার স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।
বুধবার বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুনুর রশীদ আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সংসদ সচিবালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেবেন।
এর আগে গত ১০ ডিসেম্বর বিকেলে রাজধানীর গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপি দলীয় সাত এমপি পদত্যাগের ঘোষণা দেন।