দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আলোচিত প্রার্থী তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ভরাডুবির পথে।
রোববার সন্ধ্যায় ঘোষিত ১২৮টি কেন্দ্রের মধ্যে পাওয়া ৫৫টির ফলে তৃতীয় স্থানে রয়েছেন তৈমুর আলম খন্দকার।
এই আসনে ভোটে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি পেয়েছেন ৬৫ হাজার ৩৯৮ ভোট। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী শাহাজাহান ভূইয়া পেয়েছেন ১৬ হাজার ৫৪৩ ভোট। আর তৈমূর আলম খন্দকার পেয়েছেন ১ হাজার ৭৯১ ভোট।