প্রচ্ছদ ›› রাজনীতি

ভোট দিলেন আইভী

নিজস্ব প্রতিবেদক
১৬ জানুয়ারি ২০২২ ১১:৩৫:০৯ | আপডেট: ৩ years আগে
ভোট দিলেন আইভী
ডা. সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে (নাসিক) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ভোট দিয়েছেন।

রোববার বেলা পৌনে ১১টার দিকে নগরের দেওভোগ এলাকার শিশুবাগ স্কুলের ভোটকেন্দ্রে ভোট দেন তিনি।

তিনি বলেন, নৌকা ইনশাল্লাহ জিতবে, আইভী ইনশা আল্লাহ জিতবে। এই শহরের মানুষের সাথে আমার আত্মীক সম্পর্ক। তারা আমাকে ভোট দিতে আসছে। আমি অনুরোধ করবো আইনশৃঙ্খলা বাহিনীকে তারা যেন ভোটারদের সহজ করে দেয়। কোনো কেন্দ্রে যেন ধীর গতিতে না রাখে। সবাই যেন দ্রুত ভোট দিতে পারে। যেহেতু সিস্টেমটা নতুন তাই বিভিন্ন ওয়ার্ডে ধীর গতিতে ভোট হচ্ছে। সব জায়গায় প্রচুর ভোটার লাইনে আছে।
 
তিনি আরও বলেন, ভোটের পরিবেশ এখনও ঠিক আছে আমি জানি না একটু পরে কি হবে। আমি বলবো সবাইকে ভোট দিতে দেয়া হোক। যেখানে স্লো আছে সেখানে দ্রুত করা হোক এবং আইনশৃঙ্খল বাহিনী যেন সহযোগিতা করে। শুধু আমার বেলাই বলছি না সকলেইর বেলাই বলছি। সহযোগিতা করলে যেটা হবে সেটাই মেনে নিবে। কিন্তু আমি জানি এই নারায়ণগঞ্জের মানুষ আমাকেই বেছে নিয়েছে। ইতোমধ্যেই তারা নির্ধারণ করে ফেলেছে তারা কাকে ভোট দিবে। ইনশাল্লাহ নৌকা জয়যুক্ত হবেই হবে। আইভীর জয় হবেই হবে, গণজোয়ারের জয় হবেই হবে।
 
আইভী বলেন, সব জায়গাই হাতির এজেন্ট আছে। বরং আমার এজেন্ট দুই তিন জায়গায় ছিল না। আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট পরিশ্রম করছে। আরও পরিশ্রম করে একদম নিরপেক্ষভাবে নির্বাচনটা করা হোক। ইনশাল্লাহ আমি জিতবো। নিরপেক্ষ নির্বাচন হলেই আমি জিতবো।
 
তিনি বলেন, প্রধানমন্ত্রী বিজয়ের অপেক্ষা করছে। তার নৌকারও বিজয় হবে তার আইভীরও বিজয় হবে।

এর আগে ভোটদানের আধা ঘণ্টা আগে ওই কেন্দ্রে পৌঁছান সেলিনা হায়াত আইভী। এরপর কিছুক্ষণ চারপাশ পরিদর্শন করে ভোট দেন তিনি।

এর আগে সকাল সাড়ে আটটার দিকে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল (এমএ) মাদ্রাসা ভোটকেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার।

সকাল ৮টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিনটি অঞ্চলের (শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ) ১৯২টি কেন্দ্র ভোটগ্রহণ শুরু হয়েছে এবং তা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার ভোটগ্রহণ হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মোট ওয়ার্ড ২৭টি। এর মধ্যে নারায়ণগঞ্জ সদরে ১৮টি ও বন্দর উপজেলায় ৯টি। মোট ভোটার পাঁচ লাখ ১৭ হাজার ৩৬১। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ ও পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১। ৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। ভোটকেন্দ্র রয়েছে ১৯২টি।

মেয়র পদে লড়ছেন ৭ প্রার্থী। সংরক্ষিত ৯টি নারী ওয়ার্ডের কাউন্সিলর পদে লড়ছেন ৩৪ ও ২৭টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪৮ জন।

মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত সেলিনা হায়াৎ আইভীর নৌকা ও তৈমূর আলমের হাতি প্রতীক নিয়ে মূল আলোচনা চলছে।

মেয়র প্রার্থী হিসেবে আরও আছেন- খেলাফত মজলিশের এ বি এম সিরাজুল মামুন (দেয়াল ঘড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাও. মো. মাসুম বিল্লাহ (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল ইসলাম (ঘোড়া), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন (বটগাছ) ও বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস (হাত ঘড়ি)।