প্রচ্ছদ ›› রাজনীতি

ভোট দিলেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক
০৭ জানুয়ারি ২০২৪ ০৮:১৩:৪০ | আপডেট: ১ year আগে
ভোট দিলেন শেখ হাসিনা

দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার সকাল ৮টা ০২ মিনিটে ভোট প্রদান করেন শেখ হাসিনা।

এর আগে সকাল ৭টা ৫৫ মিনিটে সিটি কলেজ কেন্দ্রে পৌঁছান তিনি। এসময় তার বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন।

ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে পড়েছে ঢাকা সিটি কলেজ কেন্দ্র। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন ঢালিউড অভিনেতা ফেরদৌস আহমেদ।

আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলবে। নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি। ফলে আগামীকাল ৩শ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট গ্রহণ করা হবে।