প্রচ্ছদ ›› রাজনীতি

মির্জা আব্বাস দম্পতির বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বর ২০২২ ১৬:২৮:২৪ | আপডেট: ২ years আগে
মির্জা আব্বাস দম্পতির বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদকের উপ-পরিচালক নুরুল হুদা ঢাকা বিশেষ জজ আদালতে অভিযোগপত্রটি দাখিল করেছেন। দুদক সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের নামে ২০ কোটি ৭৬ লাখ ৯২ হাজার টাকার সম্পদ পাওয়া গেছে। কিন্তু এ সম্পদের স্বপক্ষে আফরোজা যৌক্তিক কোনো দালিলিক তথ্য-প্রমাণ দিতে পারেননি। মূলত মির্জা আব্বাস ১৯৯১ থেকে ১৯৯৫ ও ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদ সদস্য, মেয়র ও মন্ত্রী থাকাকালে প্রভাব খাটিয়ে ঘুষ-দুর্নীতির মাধ্যমে এই অবৈধ সম্পদ অর্জন করে।

পরবর্তীতে এসব সম্পদের বৈধতা দিতে স্ত্রী আফরোজা আব্বাসের নামে হস্তান্তর করে। আব্বাসের সহযোগি হিসেবে অবৈধ সম্পদের ভাগিদার হওয়া স্ত্রীকেও আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে সংস্থাটি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক সচিব মাহবুব হোসেন বলেন, রাজনৈতিক কোনো বিবেচনায় নয়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আইন অনুযায়ী তদন্ত শেষে অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে।

২০১৯ সালে শাহজাহানপুর থানায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কমিশনের কর্মকর্তা মো. সালাউদ্দিন মামলাটি করেন। এরপর বেশ কয়েকজন কর্মকর্তার হাত ঘুরে দুদকের উপ-পরিচালক নুরুল হুদা এ মামলার তদন্তের দায়িত্ব পান। সম্প্রতি মামলার তদন্ত প্রতিবেদন দুদকে দাখিল করলে তা অনুমোদন করা হয়। এরপর মঙ্গলবার আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।