প্রচ্ছদ ›› রাজনীতি

মির্জা ফখরুল আটক

নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর ২০২৩ ১২:০৩:৫২ | আপডেট: ১ year আগে
মির্জা ফখরুল আটক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে গেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

এর আগে মির্জা ফখরুলকে তার গুলশানের বাসা থেকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। 

এদিকে মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম বলেন, ‘গোয়েন্দা পুলিশের একটি দল বাসায় এসে সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে যায়। তার ১০ মিনিট পর বাসায় এসে মির্জা ফখরুলকে আটক করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘মির্জা ফখরুল প্রচণ্ড অসুস্থ, তার চিকিৎসা চলছিল। অসুস্থ একজন মানুষকে এভাবে তুলে নিয়ে যাওয়া কোনো সভ্য দেশে সম্ভব? সব মামলায় তিনি জামিনে আছেন। এভাবে নিয়ে যাবে মেনে নিতে পারছি না। আশা করব- যদি জিজ্ঞাসাবাদ করতে চায়, তা করে যেন তাকে ছেড়ে দেওয়া হয়।’