দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের চাওয়ার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাওয়ার মিল আছে বলে জানিয়েছেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমান এফ রহমান।
বৃহস্পতিবার সকালে দোহার উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের পাঞ্জিপহরী এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে সালমান এফ রহমান এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমি মার্কিনিদের সঙ্গে কথা বলেছি। তারা চায় নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন। বিএনপি নির্বাচনে আসল কী আসল না, এটা তাদের বিষয় না। আমি তাদের জানিয়ে দিয়েছি, শেখ হাসিনাও তাই চায়। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তাই সবাইকে ভোট কেন্দ্রে আসতে হবে।’
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ‘আগে আমাদের বিদ্যুতের অনেক সমস্যা ছিল, দিনে ৭-৮ ঘণ্টা বিদ্যুৎ থাকত না। এখন এক ঘণ্টার জন্য বিদ্যুৎ গেলে আমরা চিল্লাচিল্লি করি। আসলে আমাদের একটা চরিত্র আছে, সমস্যার সমাধান হয়ে গেলে আমরা উন্নয়ন ভুলে যাই। আগেও অনেকের টিভি, ইস্ত্রি কেনার সামর্থ্য ছিল। কিন্তু সবাই তা কেনেনি। কারণ বিদ্যুতের অনেক সমস্যা ছিল। এখন সবার ঘরে ঘরে টিভি, ইস্ত্রি। এর একমাত্র কারণ বিদ্যুতখাতে ব্যাপক উন্নয়ন।’
তিনি আরও বলেন, ‘পশ্চিম অঞ্চলে সকলের দাবি স্লুইচগেট। এ ব্যাপারে জরিপ চলছে। জরিপের রিপোর্ট অনুযায়ী প্রকল্প গ্রহণ করা হয়।’
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাসুদুর রহমান, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভুঁইয়া কিসমত, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার, সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সাইফুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনার কলি পুতুল, শিকারীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গনি, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সধারণ সম্পাদক রেজাউল করিম রাজুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।