প্রচ্ছদ ›› রাজনীতি

যুবদলের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
২৭ মে ২০২২ ১৫:৫৬:৩৮ | আপডেট: ৩ years আগে
যুবদলের নতুন কমিটি ঘোষণা

আগামী সাধারণ নির্বাচনের আগে জাতীয়তাবাদী যুবদলের ৮ সদস্যের কমিটি ঘোষণা করেছে বিএনপি। এ কমিটিতে সুলতান সালাহউদ্দিন টুকু ও মোনায়েম মুন্নাকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুক্রবার বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

আট সদস্যের কমিটিতে মামুন হাসান জ্যৈষ্ঠ সহ-সভাপতি, নুরুল ইসলাম নয়ন সহ-সভাপতি, শফিকুল ইসলাম মিল্টন প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক, গোলাম মাওলা শাহীন দ্বিতীয় যুগ্ম সাধারণ সম্পাদক, ইসহাক সরকার সাংগঠনিক সম্পাদক ও কামরুজ্জামান দুলালকে দপ্তর সম্পাদক করা হয়েছে।

২০১৭ সালের ১৭ জানুয়ারি সাইফুল ইসলাম নীরবকে সভাপতি ও সুলতান সালাহউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক যুবদলের সর্বশেষ কমিটি গঠিত হয়।

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে বিএনপি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে এবং দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন ইউনিট ও সহযোগী সংগঠনকে ঢেলে সাজিয়ে আসছে দলটি।