প্রচ্ছদ ›› রাজনীতি

যুব মহিলা লীগের সভাপতি ডেইজি, সাধারণ সম্পাদক লিলি

নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর ২০২২ ১৪:৪৮:৫৬ | আপডেট: ২ years আগে
যুব মহিলা লীগের সভাপতি ডেইজি, সাধারণ সম্পাদক লিলি

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের নতুন সভাপতি হলেন আলেয়া সারোয়ার ডেইজি আর সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি।

বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

যুব মহিলা লীগের নতুন সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি সাবেক কমিটির সহ-সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র।

আর নতুন সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক ও ছাত্রলীগের সাবেক নেত্রী।

অন্যদিকে যুব মহিলা লীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হয়েছেন ফারজানা ইয়াসমিন আর সাধারণ সম্পাদক হয়েছেন নিলুফা রহমান।

যুব মহিলা লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি হয়েছেন তাহেরা খাতুন লুৎফা আর সাধারণ সম্পাদক হয়েছেন শামীমা রহমান।

বেলা ১১টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। বেলা ১২টায় সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।