রংপুরে বিএনপির সমাবেশস্থলে মারা গেছেন দিনাজপুরের কাহারোল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
শনিবার বিকেলে ৪টার দিকে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত সমাবেশস্থলেই মারা যান তিনি।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা বিএনপির নেতা সুভাষ দাস বলেন, ‘মোস্তাফিজুর রহমান কাহারোল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। হৃদ্রোগে আক্রান্ত হয়ে মোস্তাফিজুরের মৃত্যু হয়েছে। আগে থেকেই তিনি হৃদ্রোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন।’
মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে আজ দুপুর ১২টার পর থেকেই রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির গণসমাবেশ শুরু হয়।
এদিন দুপুর ১টা ৫৫ মিনিটে সভাস্থলে উপস্থিত হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ আরও বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।