প্রচ্ছদ ›› রাজনীতি

রাজধানীতে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১০:৫৩ | আপডেট: ২ years আগে
রাজধানীতে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে শুক্রবার রাজধানীতে পদযাত্রা করবে বিএনপি। একই সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগও তাদের ‘পাল্টা’কর্মসূচি দিয়েছে। দেশের প্রধান দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচিতে রাজধানীতে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিএনপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বেলা আড়াইটায় রাজধানীর মতিঝিলের গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের সামনে থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা শুরু হবে। এটি টিকাটুলী, গুলিস্তান হয়ে নয়াবাজার গিয়ে শেষ হবে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় আরও উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে মহানগর উত্তর বিএনপির উদ্যোগে উত্তরার জসীমউদ্‌দীন মোড় থেকে পদযাত্রা শুরু হবে। শেষ হবে উত্তরার আবদুল্লাহপুরে গিয়ে। এতে অংশগ্রহণ করবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগও তাদের ‘পাল্টা’ কর্মসূচি নিয়ে এদিন রাজপথে থাকবে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মোহাম্মদপুরের আলহাজ মকবুল হোসেন ডিগ্রি কলেজ সংলগ্ন কাদেরাবাদে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

এছাড়া 'পদযাত্রা'র নামে বিএনপি-জামায়াত সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের ওপর হামলা, সাধারণ মানুষের জানমালের ক্ষতিসহ গাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এদিন বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ এবং বিকেল ৪টায় ঢাকা মহানগর যুবলীগ উত্তরের উদ্যোগে ফার্মগেট যুবলীগ চত্বরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্কবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।