রাজবাড়ীর সদরের বানীবহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে তার নিজ বাড়ির সামনে তাকে গুলি করে। এসময় তার বুকে ও পাজরে পাঁচটি গুলি লাগে। গুলির শব্দে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে পরে ফরিদপুরে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা নেয়ার পথে ভোরে তিনি মারা যান।