প্রচ্ছদ ›› রাজনীতি

শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে ছাত্রলীগ কি বসে থাকবে: কাদের

নিজস্ব প্রতিবেদক
৩১ মে ২০২২ ১৫:৫১:৫৪ | আপডেট: ৩ years আগে
শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে ছাত্রলীগ কি বসে থাকবে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “পঁচাত্তরের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার- এমন স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে ছাত্রদল, এমন হুমকি দিলে ছাত্রলীগ কি বসে থাকবে?

মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সদস্যদের সঙ্গে সহযোগী সংগঠনের এক যৌথসভায় তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, “মির্জা ফখরুলরা এমন স্লোগান শিখিয়ে দিয়েছেন ছাত্রদলকে, এসব শুনলে তরুণদের মাথা ঠিক থাকে? শেখ হাসিনাকে হত্যার হুমকির পর আওয়ামী লীগ কি বসে বসে তামাক খাবে?

বিএনপির কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, “বাধার কোনো বিষয় নয়, আমার সামনে নেত্রীকে (শেখ হাসিনা) বলছেন, পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এই কথা শুনলে তরুণদের কি মাথা ঠিক থাকে। সন্ত্রাসীকে কি বাধা দেব না?”

ছাত্রদলের নেতাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগের মারধরের ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ফখরুল সাহেবরা এসব স্লোগান শিখিয়ে দিয়েছেন। শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে ছাত্রলীগ কি চুপ করে বসে থাকবে? নেত্রীকে অপমান করা হচ্ছে। এই অপমান কি আমরা সইতে পারি? এসব কটূক্তির প্রতিবাদ ছাত্রলীগ করেছে।’

এ সময় আগুন নিয়ে না খেলতে মির্জা ফখরুলের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। 

সেতুমন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনাকে হত্যার হুমকি দেবেন আমাদের সামনে। আওয়ামী লীগ কি মরে গেছে? আমরা কি রাজপথ কাউকে ইজারা দিয়েছি? আওয়ামী লীগ রাজপথ থেকে এসেছে, রাজপথেই আছে।