দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হবে ৩০ নভেম্বর।
রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে মনোনয়নপ্রত্যাশীরা আগামীকাল বিকাল ৫টার মধ্যে ফরম সংগ্রহ করে জমা দিতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই ১-৪ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।
নির্বাচন কমিশন (ইসি) গত ১২ নভেম্বর 'অনলাইন মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা (ওএনএসএস) এবং স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ' উদ্বোধন করেছে। এর ফলে প্রথমবারের মতো মনোনয়ন প্রত্যাশীরা অনলাইনে ফরম জমা দিতে পারবেন।
প্রার্থীরা নির্বাচনের ২১ দিন আগে প্রচারণা শুরু করতে না পারলেও তাদের সভা করার অনুমতি দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন প্রথমবারের মতো ৩০০টি নির্বাচনী তদন্ত কমিটি গঠন করেছে।
ইসির তথ্যপত্র অনুযায়ী, দেশে মোট ভোটার তালিকায় ৫৮ লাখ ৬৪ হাজার ৪৩০ জন নতুন ভোটার এবং মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন।
এছাড়া হালনাগাদ তালিকায় তৃতীয় লিঙ্গের পরিচয়ে ৮৩৭ জন ট্রান্সজেন্ডার ভোটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আগামী ৩০ ডিসেম্বর সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।