প্রচ্ছদ ›› রাজনীতি

শ্বাসকষ্ট নিয়ে সিসিইউতে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
০৩ মে ২০২১ ১৭:০৩:৫৯ | আপডেট: ৪ years আগে
শ্বাসকষ্ট নিয়ে সিসিইউতে খালেদা জিয়া

করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।

হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সোমবার দুপুরে তাকে সিসিইউতে ভর্তি করা হয়।

বিএনপি’র মিডিয়া উইং এর সদস্য শামসুদ্দিন দিদার বলেন: ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় মেডিকেল টিম এর সদস্যদের পরামর্শ মোতাবেক তাকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। তার বড় ধরনের কোন জটিলতা নেই। তবে সতর্কতাবশত চিকিৎসকরা তাকে আইসিইতে স্থানান্তরের পরামর্শ দিয়েছেন।