ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচির পর সার্বিক বিষয় নিয়ে শনিবার সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলীয় সূত্র।
নির্দলীয় সরকারের দাবিতে সরকার পতনের এক দফা আন্দোলনে বিএনপি শনিবার ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি দেয়।
বিএনপির কর্মসূচির স্থান ছিল পুরান ঢাকার নয়া বাজার, যাত্রাবাড়ী, গাবতলী এবং আবদুল্লাহপুর। তবে পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের বাধার মুখে কোথাও অবস্থান নিতে পারেনি দলটির নেতাকর্মীরা।