প্রচ্ছদ ›› রাজনীতি

সহজ জয়ের জন্য বিএনপিকে নির্বাচনে বাধা দিচ্ছে আ. লীগ: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর ২০২৩ ১৮:৩৩:১৮ | আপডেট: ১ year আগে
সহজ জয়ের জন্য বিএনপিকে নির্বাচনে বাধা দিচ্ছে আ. লীগ: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলকে নির্বাচনে অংশ নিতে বাধা দিচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তারা ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টায় আছে।

শনিবার (১০ অক্টোবর) জাতীয়তাবাদী সমন্বয় জোট আয়োজিত একটি স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'আপনারা (আওয়ামী লীগ) আমাদের নির্বাচনে অংশ নিতে বাধা সৃষ্টি করছেন। আপনারা বিরোধী দলগুলোকে নির্বাচনে অংশ নিতে দিতে চান না। এর পেছনে একমাত্র কারণ হলো আপনারা 'ফাঁকা মাঠে গোল দেওয়া'র চেষ্টায় আছেন।

গণতান্ত্রিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির স্মরণে এ সভার আয়োজন করা হয়। গত ১৩ অক্টোবর মিরপুরের বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনি।

ফখরুল বলেন, আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্য প্রমাণ করে যে, তারা বাংলাদেশকে তাদের 'পৈতৃক সম্পত্তি' মনে করে এবং একজনই দেশের মালিক।

তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার (১৮ অক্টোবর) বিরোধী দলকে শেষ বার্তা দিয়েছেন। তিনি (কাদের) বলেছেন, নির্বাচনকালীন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন এবং তিনি আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।

ওবায়দুল কাদেরের বার্তা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, 'আপনি যদি এমনটা মনে করেন, তাহলে নির্বাচনের কোনো প্রয়োজন নেই।’