প্রচ্ছদ ›› রাজনীতি

সাবেক এমপি মজিবর রহমান সেন্টু আর নেই

নিজস্ব প্রতিবেদক
২৩ জুন ২০২২ ১৮:৪৭:৩৯ | আপডেট: ৩ years আগে
সাবেক এমপি মজিবর রহমান সেন্টু আর নেই
সংগৃহীত

জার্তীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য, নাটোর-২ আসনের সাবেক এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মজিবর রহমান সেন্টু মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে নাটোর শহরের কান্দিভিটা এলাকায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি তিন পুত্র সন্তানের জনক।

১৯৮৬ ও '৮৮ সালে জাতীয় পার্টির এমপি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন মজিবর রহমান সেন্টু।