প্রচ্ছদ ›› রাজনীতি

সিঙ্গাপুরে নেয়া হলো মির্জা আব্বাসকে

নিজস্ব প্রতিবেদক
২৪ মে ২০২২ ০৯:৩৪:৪২ | আপডেট: ৩ years আগে
সিঙ্গাপুরে নেয়া হলো মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে মঙ্গলবার সিঙ্গাপুর নেয়া হয়েছে।

তার পরিবারের সদস্যরা জানান, রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে একটি ফ্লাইটে তাকে নিয়ে পরিবারের সদস্যরা সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। পরিবারের সদস্যরা তার জন্য দোয়া চেয়েছেন।

মির্জা আব্বাসকে গত ১৭ মে ভোরে হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের নেতা-কর্মীরা সেদিনই তাকে হাসপাতালে দেখতে যান।