প্রচ্ছদ ›› রাজনীতি

সিসিইউতে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
১১ জুন ২০২২ ০৯:২০:৪২ | আপডেট: ৩ years আগে
সিসিইউতে খালেদা জিয়া
(পুরনো ছবি)

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। শুক্রবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান বলেন, ‘মধ্যরাতে খালেদা জিয়া হঠাৎ অসুস্থবোধ করেন। রাত ২টা ৫৫ মিনিটে তাকে নিয়ে গুলশানের বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেওয়া হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে খালেদা জিয়াকে ভর্তি করা হয়েছে।’

তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা হাসপাতালে ছিলেন।

হাসপাতাল থেকে বের হয়ে মির্জা ফখরুল বলেন, ‘হৃদযন্ত্রের সমস্যা দেখা দেওয়ায় খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থা সম্পর্কে জানা যাবে।’