প্রচ্ছদ ›› রাজনীতি

সৈয়দ ইবরাহিমের নেতৃত্বে নতুন জোট যুক্তফ্রন্টের আত্মপ্রকাশ, নির্বাচনে যাওয়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর ২০২৩ ১৩:০০:৫৯ | আপডেট: ১ year আগে
সৈয়দ ইবরাহিমের নেতৃত্বে নতুন জোট যুক্তফ্রন্টের আত্মপ্রকাশ, নির্বাচনে যাওয়ার ঘোষণা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘যুক্তফ্রন্ট’ নামে নতুন জোটের ঘোষণা করেছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। নবগঠিত এ রাজনৈতিক জোট আসন্ন নির্বাচনে অংশ নেবে।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এ জোটের আত্মপ্রকাশ ঘটে। এরপরই জোটের নেতারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ কল্যাণ পার্টি, মুসলিম লীগ এবং জাতীয় পার্টি (মতিন) সমন্বয়ে এই যুক্তফ্রন্ট গঠন করা হয়েছে।

সৈয়দ ইবরাহিম বলেন, এ সরকার তত্ত্বাবধায়ক সরকার মানবে না। তাই নির্বাচনে গিয়ে সংসদে বসে জনগণের পক্ষে কথা বলবো, সরকারের সমালোচনা করবো। আমরা আশা করবো সরকার আগামী নির্বাচন স্বচ্ছ করবে।