প্রচ্ছদ ›› রাজনীতি

সোমবারের শান্তি সমাবেশ স্থগিত করেছে আ. লীগ

নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই ২০২৩ ১৫:৫০:৩০ | আপডেট: ১ year আগে
সোমবারের শান্তি সমাবেশ স্থগিত করেছে আ. লীগ

রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠে সোমবার অনুষ্ঠিতব্য শান্তি সমাবেশ স্থগিত করেছে আওয়ামী লীগ।

রোববার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রলয় সমাদ্দার বাপ্পি এ কথা জানান।

তিনি বলেন, শান্তি সমাবেশের তারিখ ও স্থান পরে ঘোষণা করা হবে।

তবে থানা পর্যায়ের আওয়ামী লীগের নেতা-কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে বলে জানান তিনি।

এর আগে সারা দেশে বিএনপি-জামায়াতের হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশের ঘোষণা দেয় দলটি।