প্রচ্ছদ ›› রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রীকে ৫ রাজনৈতিক দলের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর ২০২১ ১৫:২৫:১৬ | আপডেট: ৩ years আগে
স্বরাষ্ট্রমন্ত্রীকে ৫ রাজনৈতিক দলের স্মারকলিপি
২০ দলীয় জোটের শরিক পাঁচ দলের নেতারা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে স্মারকলিপি দিয়েছেন ২০-দলীয় জোটের শরিক পাঁচ দলের নেতারা।

রোববার দুপুরে জোটের একটি প্রতিনিধিদল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এ স্মারকলিপি দেয়। 

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীক আমাদের সময়কে বলেন, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আমরা আশা করি, মানবিক দিক বিবেচনায় তার উন্নত চিকিৎসার জন্য সরকার অনুমতি দিবে। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের কথা আন্তরিকতার সঙ্গে শুনেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বলেছেন, তিনি আমাদের বক্তব্য প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন।

এর আগে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে প্রতিনিধি দলটি সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে যায়।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন- ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ক্বারী এম.এ. তাহের, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।